শুধু শমসের মুবিন চৌধুরীই নয়, অল্প কিছু দিনের মধ্যেই বিএনপির অনেক নেতাই দলটিকে গুডবাই জানাবে বলে মনে করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াও দেশবাসী’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ভাড়াটে খুনির দলে পরিনত হওয়ায় শমসের মুবিন চৌধুরীর মত প্রবীণ নেতা দল থেকে পদত্যাগ করেছেন। বিএনপি এখন আন্ডারগ্রাউন্ড থেকে পরিচালিত হয়। দলটি এখন পেশাদার খুনিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যার কারণে শুধু শমসের মুবিন চৌধুরী নয়, অল্প কিছু দিনের মধ্যেই অনেক নেতাই দলটিকে গুডবাই জানাবে।’
খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, আগামী দিনে সকল ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে। ভবিষ্যতে আমাদের প্রতিদ্বন্দ্বী হবে প্রগতিশীলরা। ষড়যন্ত্রকারীরা আমাদের প্রতিদ্বন্দ্বী থাকতে পারবে না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব