রাজধানীর মতিঝিলের ঘরোয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী রিয়াদকে (১৭) পিটিয়ে ও গুলি করে হ্ত্যা মামলায় ওই হোটেলের কারিগর জসিম উদ্দিনকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শক্রবার জসিমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার অপারেশন অফিসার (পরিদর্শক) আলিম হোসেন সিকদার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রিয়াদুল ইসলাম রিয়াদ নামে ওই হোটেলের এক কর্মচারীকে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে ঘরোয়ার মালিক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিয়াদের ভাই রিপন বাদী হয়ে ওয়ারী থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় হোটেল মালিক সোহেলের পাশাপাশি দুই কর্মচারী জসিম ও রাজুকে আসামি করা হয়েছে। এর মধ্যে জসিমকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে রিয়াদের ভাই রিপনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব