রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্যাশ কাউন্টার থেকে নগদ এক লাখ টাকা ছিনতাইকালে জনতার হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার দুপুর ২টায় ব্যাংকের ক্যাশিয়ার গ্রাহককে টাকা প্রদানকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে দাঁড়ানো এক ব্যক্তি টাকার বান্ডেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অন্যান্য গ্রাহক ও নিরাপত্তা কর্মীদের কাছে ধরা পড়ে যান ওই ছিনতাইকারী।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব