হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি র্স্বণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দল।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান।
তিনি জানান, সকাল সোয়া ৮টার দিকে কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটে এসব স্বর্ণ আনা হয়। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের সিট কভারের নিচ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য সাড়ে ৭ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব