রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১৭৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শুক্রবার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।
আটককৃতরা হলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার যতারপুর এলাকার মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে কবির (৩৮) ও সাজ্জাদ আলী ওরফে সাজু (২৪)। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন সেট ও ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব-৫ এর মিডিয়া সেলের এএসপি শ্যামল কুমার চৌধুরী জানান, রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন টিম বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া নতুন বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতা মেহেরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ