রাজশাহীতে এক হাজার ৭৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন আবুল কালাম ও সাজ্জাদ আলী।
বৃহস্পতিবার রাতে নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছে এমন খবর পেয়ে র্যাবের একটি দল সাদা পোশাকে টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। এসময় ইয়াবা ব্যবসায়ীরা সেখানে আসলে তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব