রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত আব্দুস সালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়।
পরীক্ষার সার্বিক দায়িত্ব থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম জানান, শুক্রবার পরীক্ষা চলাকালে মমতাজউদ্দিন কলা ভবনের ৪০৫ নম্বর কক্ষ থেকে আব্দুস সালাম নামের এক পরীক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি তার বন্ধু আহসানুজ্জামান আপনের (রোল নম্বর : ২২৮২২৪) হয়ে প্রক্সি দিচ্ছিলেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জালিয়াতির অভিযোগে আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন