রাজধানীর কাকরাইল এলাকা থেকে ৯ হাজার পিস ইয়ারা ও ৪'শ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগ। তারা হলেন তপন বিশ্বাস ও গোলাম রব্বানী ওরফে মিলন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কাকরাইল এলাকায় অভিযান পরিচালন করে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে বলে শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।
তিনি আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করতো।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব