বাংলাদেশ রেলওয়ের দুই দিনব্যাপি ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার রেলের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের উদ্যোগে পলোগ্রাউন্ড মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন রেলের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন।
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ মকবুল আহাম্মদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের উপদেষ্টা ও এডিজি (অপারেশন) মো. হাবিবুর রহমান, পশ্চিমাঞ্চলের জিএম খায়রুল আলম, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী, ডিসিও মিজানুর রহমান, উপ-পরিচালক জোবেদা আকতার প্রমুখ।
বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম দিনে ১৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন