চট্টগ্রামের ইপিজেড থানাধীন উত্তর পতেঙ্গার খাদ্য অধিদপ্তরের সাইলোর প্রধান নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সকাল সাতটার দিকে মটর বেয়ারিং ঘর্ষণের ফলে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ১৮০ ফুট উঁচু পাকা ভবনের দোতলা ও তৃতীয় তলায় সাইলোর প্রধান নিয়ন্ত্রণ কক্ষের ১১ নং ঘানার ব্রিজ কর্ণারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন