বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলনের অংশ হিসেবেই ২০ দলীয় জোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে।
আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এ জরুরি বৈঠকে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে শুরু হয়ে এ বৈঠক চলে রাত সোয়া আটটা পর্যন্ত।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউপি নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের আরো কাছে চলে যেতে চাই। এ নির্বাচনে নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন