রাজধানীর মোহাম্মদপুরে বোমা তৈরির একটি কারখানা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে, বাড্ডা থেকে জঙ্গি সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে এই বোমা তৈরির কারাখানার সন্ধান পায় পুলিশ।
মনিরুল ইসলাম জানান, বাড্ডা এবং মোহাম্মদপুরের ঘটনা একইসূত্রে গাথা। গ্রেফতারকৃত দুই জঙ্গির মধ্যে একজনকে (কামাল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড্ডা তাদের হেড অফিস এবং ওই জঙ্গি মোহাম্মদপুরে একটি বাড়িতে তারা থাকেন। যেখানে তাদের বোমা তৈরির কারখানা।
এরপর রাত ১০টার পরে সেখানে অভিযানে যায় ডিবি পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর আগে থেকেই টের পেয়ে পালিয়ে যায় জঙ্গিরা। অভিযানে গিয়ে ওই বাসাটি তালাবন্ধ পাওয়া যায়।
ওই বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া গেছে। তবে রাতের স্বল্প আলোতে সেখানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয় বলে জানান ডিএমপি কমিশনার। শনিবার সকালে সেখানে উদ্ধার অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
ছয়তলা ভবনের পাঁচতলায় এক ফ্লাটে বোমা তৈরি করা হত। পুলিশ অভিযানে গিয়ে দেখতে পায় দেয়ালের বিভিন্ন স্থানে ‘বিপদ জনক’ লেখা কাগজের একাধিক টুকরা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং বিছানাসহ ফ্লাটের বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো অবস্থায় বোমার নানা সরঞ্জাম এভাবে বর্ণনা দিয়ে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
এদিকে, একই অভিযানে ছয়তলা ভবনের পাঁচতলার অপরদিকের ফ্ল্যাট থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। তবে আটক সবাই কর্মচারী।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব