ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচন আজ শনিবার। নির্বাচনে পাঁচটি প্যানেলে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৬ জন সাংবাদিক।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুহাম্মদ শফিকুর রহমান।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, আবুল কালাম, কুদ্দুস আফ্রাদ, ড. উৎপল কুমার সরকার ও সালাম মাহামুদ।
সহ-সভাপতি পদ প্রার্থীরা হলেন, অহিদুজ্জামান মিঞা, আতিকুর রহমান চৌধুরী, মো. মফিজুল ইসলাম ও মোস্তাক হোসেন।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবদুল মজিদ, খন্দকার মোজাম্মেল হক, এম এ কুদ্দুস, মেহেদী হাসান, রহমান মুস্তাফিজ, সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী।
যুগ্ম-সম্পাদক পদে খায়রুল আলম, গাজী জহিরুল ইসলাম, রফিক আহমেদ, রওশন ঝুনু ও শাহানা শিউলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব