মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার এলাকায় ৪ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুরে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘আমরা শহীদ মিনার এলাকা ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার আওতাভুক্ত করেছি। দৃঢ়ভাবে বলতে পারি, আমাদের নিরাপত্তা চাদর ভেদ করে কেউ কোনো ধরনের আইন বহির্ভূত কার্যকলাপ করার সুযোগ পাবে না।’
তিনি বলেন, ‘শাহবাগ থেকে শুরু করে চানখারপুল হয়ে পলাশীর মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত পুরো এলাকা সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা হবে। প্রত্যেকটি কর্মকাণ্ড সিসিটিভি দ্বারা মনিটরিং করা হবে।’
তিনি আরও বলেন, ‘দোয়েল চত্বর-শাহবাগ-চানখারপুল-পলাশী এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পায়ে হেঁটে আসা যাবে। সব দিকের সাধারণ লোকজন পলাশীর মোড়ে অপেক্ষা করবেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘দোয়েল চত্বর দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং একই পথ দিয়ে বের হয়ে যাবেন। ভিআইপির ফুল দেওয়া শেষ হলে রাত ১২টা ৪৫ মিনিটে পলাশীর রাস্তা খুলে দেব। তখন সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানবেন।’
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব