ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল হায়দার চৌধুরী।
শনিবার রাত সোয়া ৯ টার দিকে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এছাড়া সহ-সভাপতি পদে আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে সাহানা শিউলি, কোষাধ্যক্ষ সেবিকা রানী, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক পদে আখতার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মুফিজুর রহমান খান, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি ও দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে শামীমা আক্তার (শামীমা দোলা), দেবাশীষ রায়, এ এম শাজাহান মিয়া, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দুলাল খান, মঞ্জুশ্রী বিশ্বাস, মর্তুজা হায়দার লিটন, সলিম উল্লাহ সেলিম এবং সোহেলী চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় উৎসব মুখর পরিবেশে ভোট গণনা শুরু হয়।
সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে বিরতিহীন ভোটগ্রহণের কথা থাকলেও, দীর্ঘ লাইনে ভোটাররা দাঁড়িয়ে থাকায় সময় বাড়িয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
এবারের ডিইউজের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি প্যানেলে মোট প্রার্থী ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন