ঢাকার অদূরে সাভারে রাস্তা পারাপারের সময় একটি যাত্রাবাহী বাসের চাপায় সাইদ (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১১টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাইদ রাস্তা পারাপারের সময় নবীনগর থেকে বাইপাইলগামী একটি বাস শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এসময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে প্রায় ২০টি গাড়িতে ভাংচুর চালায়।
এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির জানান, সড়ক দুর্ঘটনার খবরে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব