নত মস্তকে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো চট্টগ্রামবাসী। একুশের প্রথম প্রহর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলা এবং উপজেলার শহীদ মিনারগুলোতে নামে মানব ঢল। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু শহীদ মিনারে গিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়। কারও হাতে ব্যানার, প্ল্যাকার্ড, পুষ্পস্তবক কিংবা কারো হাতে ছিল লাল-সবুজের পতাকা।
শনিবার রাত ১২ টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন কাউন্সিলরদের নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী এবং নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী শ্রদ্ধাঞ্জলি জানানোর মূল আয়োজন সঞ্চালনা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রহুল আমিন, সিএমপি কমিশনার মো. আব্দুল জলিল মন্ডল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মহানগর-উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ, মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নগর বিএনপি, আহবায়ক আসলাম চৌধুরী এবং সাবেক যুগ্ম-সম্পাদক নুর মোহাম্মদের নেতৃত্বে উত্তর জেলা বিএনপি, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ, রেলওয়ে পুলিশ, আরআরএফ কমান্ড্যান্ট, শিল্প পুলিশ, আনসার ও ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জ পরিচালক এবং জেলা কমান্ডার, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, সিভিল সার্জন, চট্টগ্রাম কারা কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ