বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। গত রবিবার রাত পৌঁনে ১২টার দিকে এই হামলার পর নগরীর কাউনিয়া প্রথম গলিতে অসিম দেওয়ানের বাস ভবন এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ওই রাতেই কাউনিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ।
ছাত্রলীগ সূত্র জানায়, দলের প্রভাবশালী প্রতিপক্ষের চাপের মুখে বরিশাল মহানগর ছাত্রলীগের সম্পাদক অসিম দেওয়ান গত কয়েক মাস ধরে বরিশালের বাইরে অবস্থান করছিলেন। তার পিতার অসুস্থতার কারনে গত শনিবার তিনি বরিশাল এসে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে বাসায় যান। রবিবার রাতে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী ধারালো ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে অসিমের কাউনিয়া প্রথম লেনের বাসায় অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং গুলি করে বলে দাবি করেছেন অসিম দেওয়ান।
তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা প্রভাবশালী গ্রুপ এই হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ এবং র্যাবের দুটি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে র্যাব-পুলিশের কড়া পাহারার সময়েও ওই এলাকার অদূরে একটি ককটেল বিস্ফোরনের শব্দ পাওয়া যায়।
এই ঘটনার পর মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ড নেতারা অসিমের বাসায় ভীড় করেন। পরে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গভীর রাতে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রলীগ।
নগরীর কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, মহানগর ছাত্রলীগ সম্পাদক অসিম দেওয়ানের বাসায় হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার নিরাপত্তা জোরদার করে। তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ