কার স্বার্থ রক্ষায় পরিবেশ ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে- এমন প্রশ্ন তুলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ সভাপতি ড. রাশেদা কে চৌধুরী।
আজ বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে ‘রাতারগুল জলারবন ও সিলেট বিভাগের বনাঞ্চল নিয়ে সুশীল সমাজের উদ্যোগ’ শীর্ষক সাংবাদিক সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সংস্থা (বেলা) ও বাপা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন- সুন্দরবনের রামপালে পরিবেশ ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সেখানে বিকল্প প্রস্তাব করেছিলাম। কিন্তু সরকার তা শুনেনি। কার স্বার্থে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে?
সিলেটের অবৈধ স্টোন ক্রাশিং মেশিন সম্পর্কে তিনি বলেন, সিলেটে অবৈধভাবে ১৩শ’ স্টোন ক্রাশার মেশিন চালানো হচ্ছে। আদালত এগুলো বন্ধের নির্দেশ দিয়েছে। তবু বন্ধ করা হচ্ছে না। এসব স্টোন ক্রাশার মেশিন মালিকদের হাত কতটুকু লম্বা, প্রশ্ন তুলেন রাশেদা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলা’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রেজওয়ানা হাসান।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন