রাজধানীর নিন্ম আদালত থেকে রিমান্ড মঞ্জুর করা দুই আসামিকে গণপরিবহনে করে থানায় আনার ঘটনায় মোহাম্মদপুর থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলো- সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান, কনস্টেবল মোতালেব ও আব্দুল লতিফ।
সোমবার রাতে তেজগাঁও বিভাগ পুলিশ কর্তৃপক্ষ ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
এ ঘটনায় ডিএমপি মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, সোমবার বিকেলে আদালতে চুরির মামলায় রিমান্ডপ্রাপ্ত ২ আসামিকে গণপরিবহনে করে মোহাম্মদপুরে নিয়ে আসেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। আসামিদের প্রিজনভ্যানে করে নেওয়ার কথা থাকলেও ওই দুই আসামিকে প্রথমে সিএনজিতে, পরে বাসে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, যা বেআইনি। তাই তাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তদন্তে কোন ধরনের অসৎ উদ্দেশ্যের প্রমান পেলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ