চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, মহানগরে প্রকৃত হকারের সংখ্যা কত তা জরিপ চলছে। এর পর জরিপকৃত হকারদের পরিচয়পত্র দেওয়া হবে। তারা প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গাড়ি নিয়ে নগরীর নির্দিষ্ট স্থানে বসবেন। পরিচয়পত্র ছাড়া কোনো হকার বসতে পারবেন না।
বৃহস্পতিবার নগরীর রিয়াজউদ্দিন বাজার নুপুর মার্কেট চত্বরে হকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম হকার্স ঐক্য পরিষদের সভাপতি ঋষি বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আলম লেদুর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর শাখার সভাপতি বখতিয়ার উদ্দিন খান, লবন শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাষ্টার, নিউ মার্কেট বিপনী বিতান দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম হকার লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি।
মেয়র আরও বলেন, রেজিস্ট্রার্ড সংগঠনের সদস্যদের তালিকা শ্রমদপ্তর বা সংশ্লিষ্ট রেজিস্ট্রার্ড কর্তৃপক্ষের নিকট জমা আছে। সে তালিকার সঙ্গে হকার সংগঠনের প্রদেয় তালিকা এবং সরেজমিনে ভিডিও ফুটেজ জরিপে যে প্রকৃত তালিকা পাওয়া যাবে তাদেরকে যাচাই-বাছাই করে প্রকৃত হকার নিরুপণ করা হবে। নিরুপণ করা হকাররাই বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সুনির্দিষ্ট স্থানে নির্দিষ্ট গাড়িতে করে ব্যবসা করার সুযোগ পাবে।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৬/মাহবুব