বরিশালে পৃথক অভিযানে ৪০ মণ জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে এ জাটকা জব্দ করা হয়।
জানা যায়, ভাষানচরের তেতুলিয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ মন জাটকা জব্দ করে নৌ পুলিশ। তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন বরিশাল নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) শফিকুল ইসলাম।
এর আগে দুপুরে বরিশালের কীর্তণখোলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড। এসময় পাঁচ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয় বলে জানিয়েছেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অহিদুজ্জামান।
বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৬/শরীফ