ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ এ টার্নিমাল থেকে কোনো বাস কোথাও ছেড়ে যাচ্ছে না। আজ সকাল ১১টার পর এ টার্মিনালে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, কিছুদিন আগে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এতে নতুন একটি কমিটি গঠিত হয়। কিন্তু পরে এ কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। ফলে দুই কমিটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তিনি বলেন, পাশ কাটিয়ে এভাবে ভিন্ন একটি কমিটি গঠন করায় নির্বাচনে গঠিত কমিটির নেতাকর্মীরা আজ সকালে বাস টার্মিনালে এসে প্রতিবাদ সমাবেশ করেন। এরপরই এখানে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৬/শরীফ