রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের জয় লাইব্রেরি থেকে বিপুল পরিমাণ নকল বইসহ জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
নগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, ওই লাইব্রেরি থেকে পিউলী প্রকাশনী, ছাত্রবন্ধু লাইব্রেরি, সারওয়ার্দী বুক ডিপো ও অ্যাডভান্স লাইব্রেরির নকল করা ৩ শতাধিক বই উদ্ধার করা হয়। উদ্ধার করা বইগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর।
আটক জয়নাল আবেদীন দীর্ঘদিন থেকে নকল বই ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব