পরিবহন শ্রমিক ইউনিয়নের দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর গাবতলীতে আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে শুরু করেছে। তবে দাবি আদায় না হলে রবিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য এ টার্মিনালে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের একাংশ।
শুক্রবার সকাল ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে গাবতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বাস ছেড়ে যেতে শুরু করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান। তিনি বলেন, কিছুদিন আগে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এতে নতুন একটি কমিটি গঠিত হয়। কিন্তু পরে এ কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। ফলে দুই কমিটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তিনি বলেন, ভিন্ন কমিটি গঠন করায় নির্বাচিত কমিটির নেতাকর্মীরা শুক্রবার সকালে বাস টার্মিনালে এসে প্রতিবাদ সমাবেশ করেন। এরপরই এখানে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ জসিমউদ্দিন বলেন, অন্যায়ভাবে নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা হবে। আর নির্বাচিত কমিটি মেনে না নিলে রবিবার থেকে ৭২ ঘণ্টার জন্য গাবতলী টার্মিনালে বাস চলাচল বন্ধ রাখা হবে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব