ভোগড়া থেকে ২০টি হাতবোমা ও ৩টি পেট্রোল বোমাসহ ২জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোগড়া পূর্বপাড়া পুকুর পাড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ২০টি হাতবোমা ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক ফরিদ উদ্দিন (৪০) এবং তার বাড়ির কেয়ারটেকার সোহেলকে (৩০) আটক করা হয়। আটককৃত ফরিদউদ্দিন পটুয়াখালীর বাউফল উপজেলার তাতেরকাঠি গ্রামের হাজী আবুল কাশেমের ছেলে। সোহেল একই উপজেলার মধ্য মদনপুরা গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে।
বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৬/শরীফ