গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে সাদিকুল (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে কাপাসিয়া উপজেলার পানবরাইদ গ্রামের মহিনউদ্দিনের ছেলে। সাদিকুল কাপাসিয়া উপজেলা পরিষদ সংলগ্ন সাফাইশ্রী এলাকার আরাবিয়া সাইদিয়া এতিমখানায় পড়ালেখা করত।
কাপাসিয়া থানার ওসি মীর রাকিবুল হক জানান, শুক্রবার সকাল ৮টার দিকে কাপাসিয়ার উপজেলা পরিষদ সংলগ্ন সাফাইশ্রী এলাকায় ওই এতিমখানার তিন ছাত্র শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এ সময় সাদিকুল নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করে বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ