চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেমুল হক এ ফলাফল ঘোষণা করেন।
গতকাল সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত আটটায়। এবারের নির্বাচনে ৩৪৭ জন সাংবাদিক ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে রতন কান্তি দেবাশীষ একক প্রার্থী নির্বাচিত হন। তাছাড়া সহ-সভাপতি পদে নিরুপম দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক পদে স্বরুপ ভট্টাচার্য, অর্থ সম্পাদক পদে উজ্জল কান্তি, সাংগঠনিক সম্পাদক পদে সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলোকময় তলাপাত্র ও নির্বাহী সদস্য পদে মাঈনুদ্দীন দুলাল নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন