রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকার চান্না সাঁকোর নিচ থেকে আরিফ (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার বাড়ি নগরীর প্যারামেডিকেল এলাকায়।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, সকালে চান্না সাঁকোর নিচে আরিফের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘মরদেহের বিভিন্ন অঙ্গে ফোলা, জখম ও রক্ত জমে ছিল। নিহত ব্যক্তি কীভাবে মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী শরীফা ও রবিন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন