বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের উত্তরোত্তর উৎকর্ষে দেশ এগিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে দেশ প্রকৃতই ডিজিটাল হিসাবে প্রতিষ্ঠা হচ্ছে। আগামীর এই ডিজিটাল বাংলাদেশে যেন মুদ্রণ ও অনলাইন সমুন্নত করে রাখেন। মুদ্রণ মাধ্যমটিকে এক সঙ্গে পথচলার সুযোগ করে দিতে হবে। সেই সুযোগের মধ্যে যেন সব লেখকের জ্ঞান, সৃষ্টিশীলতা, মননশীলতা ও সৃজনশীলতা যেন স্থান পায়।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দুই দিনব্যাপী বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
এবার চট্টগ্রাম প্রেসক্লাবের ‘সেরা লেখক’ পুরস্কার পান প্রবন্ধ ও গবেষণায় কবি- আবুল মোমেন, কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, শিশুসাহিত্যে রাশেদ রউফ। তাদের প্রত্যেকে হাতে সনদপত্র, সম্মাননা স্মারক ও ২০ হাজার টাকা তুলে দেন সেলিনা হোসেন।
তাছাড়া সেলিনা হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও অনুষ্ঠানের সভাপতি আবুল মোমেন। এবারের উৎসবে ৬০ জন সাংবাদিকের বই স্থান পায়। উদ্বোধন পর্বের পর ছিল আড্ডা। বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা, সাড়ে পাঁচটায় আবৃত্তিতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেরা লেখক নির্বাচনের লক্ষ্যে গঠিত জুরি বোর্ডের সদস্য সাহিত্যিক আনোয়ারা আলম, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন