সাভারের আশুলিয়ায় একটি বাড়ি থেকে রুপালী (২৫) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার টঙ্গাবাড়ীর করিম মুন্সীর তিনতলা ভবনের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় টাঙ্গাবাড়ী এলাকার ব্যবসায়ী করিম মুন্সীর তিনতলা বাড়ির তালাবদ্ধ একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে ওই তরুণীকে কুপিয়ে হত্যা করে তার কক্ষটি তালা ঝুলিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গত চারমাস আগে ওই তরুণী ব্যবসায়ী করিম মুন্সীর তিনতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। তিনি স্থানীয় এলিটর্ফোস নামে একটি সংস্থায় চাকরি করতেন বলে জানা যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন