রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্যের নাম হাবিবুর রহমান। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা