বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার পুরান ঢাকার নবাবপুর রোডে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
তারা আরও জানান, মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব, সহ-সভাপতি আব্দুল জলিল, এডিএম বাকির জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ অন্তত ২০-২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা