চট্টগ্রামে নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কামাল পাশা (৪৫), তার স্ত্রী তাসলিমা আক্তার (২৫), আবদুল মান্না জিতু (২৮) ও মামুন (৩০)।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের জাল বিছিয়ে পুরুষদের বাসায় ডেকে নেয়। এ কাজে তারা পরিবারের নারী সদস্যদের ব্যবহার করে। এরপর সুযোগ বুঝে নারীর সঙ্গে ওই ব্যক্তির আপত্তিকর ছবি তোলে। পরে সেই ছবি প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। আর একবার তাদের ফাঁদে পা দিলে ওই ব্যক্তিকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। এক্ষেত্রে তারা টাকাওয়ালা ব্যক্তিদের বেশি টার্গেট করে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নারীদের ব্যবহার করে মানুষজনকে ব্লাকমেইল করে আসছিল। এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ