জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় তিনি বলেন, অটিজম শিশুদের সহায়তা করার মতো মানবিক উদ্যোগে সকল মানুষকে একযোগে কাজ করতে হবে। অটিজমদের কল্যাণে বিত্তশালীদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শরীফ উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদ হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিজম প্রতিরোধে সন্তান ধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও মৌলিক অধিকার। রাষ্ট্রেরই দায়িত্ব তাদের উপযোগি পরিবেশ তৈরি করা। বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ যত্ন এবং নজরদারি করার জন্য সকলের প্রতি আহ্বাান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালা’র পরিচালক (অনারারী) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী। এসময় আনন্দশালার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা