দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে এমএল টাইপের (৬৫ ফুটের কম দৈর্ঘ্য) লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ।
শনিবার বেলা ১১টায় জারি করা এই নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউটিএ'র ট্রাফিক পরিদর্শক মো. রিয়াদ হোসেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে বেলা ১১টায় ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়। এ কারনে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ (৬৫ ফুটের কম দৈর্ঘ্য) চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল সকাল থেকেই বৃষ্টি হয়েছে বরিশালসহ দক্ষিণাঞ্চলে। সকাল ১০টা ৪০ মিনিটে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ২৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। বাতাসে আদ্রতার পরিমাণও ছিল শতভাগ।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. পলাশ চৌধুরী জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপের কারণের ভারী বৃষ্টি হচ্ছে। তবে এই লঘুচাপের কারণে ঝড় হওয়ার কোনো আশংকা নেই।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৬/মাহবুব