প্রতারণা করার অভিযোগে নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আবদুল মান্নান জিতু, জালিস মামুন, কামাল পাশা এবং তার স্ত্রী তাসলিমা আকতার।
শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এ চক্রের সদস্যরা নারীদের দিয়ে সমাজে প্রতিষ্ঠিতদের ফোন করিয়ে প্রেমের অভিনয় করায়। পরে তাদের কৌশলে বাসায় ঢেকে এনে নারীদের সাথে ছবি তুলিয়ে মোটা অংকের টাকা দাবি করে। টাগের্টকৃতরাও লোকলজ্জার ভয়ে তাদের চাহিদা মত টাকা দিয়ে তাদের হাত থেকে রক্ষা পায়।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন