নগরীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে খুন হয়েছেন জান্নাতুল ফেরদৌস পপি নামে এক গৃহবধূ। শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী দিদারুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে পপিকে রড় দিয়ে আঘাত করে স্বামী দিদার। তার মুখমণ্ডল মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মারাত্মক আঘাতের কারণে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়।
ওসি জানান, সাত বছর আগে কুমিল্লার মিয়া বাজার এলাকার পপিকে বিয়ে করে দিদার। এক সময় দিদার বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করতেন। বর্তমানে দিদার রিক্সাচালক।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা