অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে দক্ষতার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে বাজেটে বরাদ্দও থাকবে।
শনিবার রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে একটি বেসরকারি ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এখানে পরিসংখ্যানের দিক থেকে কর্মসংস্থান ভালো দেখাচ্ছে। কিন্তু সত্যিকারভাবে কর্মসংস্থানপ্রাপ্ত মানুষরা সঠিক জীবনমান পায় না। সত্যিকার উন্নয়নের জন্য শিল্পায়ন হতে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ এগুবে না। আমাদের এখানে পর্যাপ্ত শিক্ষক ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তবে শিক্ষা খাতের বাজেট বরাদ্দের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।’
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৬/মাহবুব