চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘রিসার্চ অ্যান্ড ফার্ম’ ভিত্তিক ক্যাম্পাস নির্মিত হচ্ছে হাটহাজারীতে।
শনিবার এ ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম.এ. সালাম ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
হাটহাজারীর সদরে মোট ১০ একর জমির উপর রিসার্চ এ- ফার্ম ক্যাম্পাসে প্রস্তর স্থাপন করা হয়। এখানে মাঠ পর্যায়ের গবেষণা ও ব্যবহারিক ক্লাসের জন্য গবেষণাগার নির্মাণ, ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, গোট ফার্ম, পুকুর ও হ্যাচারি, ফুড প্রসেসিং প্লান্ট ইত্যাদি স্থাপন করা হবে। এ ক্যাম্পাস নির্মাণের জন্য সরকার প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে আমরা খাদ্য আমদানি করতাম। কিন্তু এখন দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলে হবে না জনগণের পুষ্টির চাহিদা মেটাতে হবে। তাই গবেষণা চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাস চালু করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন