প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম হাসান হাবিব মিল্টন। তিনি রামেকের ২৭তম ব্যাচের শিক্ষার্থী।
মিল্টন রংপুরের চিলমারী উপজেলার সবুজ নয়াপাড়া গ্রামের হুমায়ুন করিরের ছেলে। শনিবার দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রামেক ক্যাম্পাসের পিংকু হোস্টেলের ১২২ নম্বর কক্ষে গলায় রশি পেঁচিয়ে মিল্টন আত্মহত্যার চেষ্টা করেন।
সহপাঠীরা জানান, নিজ গ্রামের এক মেয়ে সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের বিয়ে হয়ে গেছে এমন সংবাদে মিল্টন হোস্টেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পাশের রুমের সহপাঠীরা জানতে পেরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন