ডাকাতির প্রস্তুতিকালে সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ১টার দিকে নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন সোহেল মিয়া, মো. জসিম মিয়া, মোহাম্মাদ নিজাম, রুবেল মিয়া, মো. নাসিম মিয়া ও মো. সুহেল।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ খবর নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বন্দরবাজার হোটেল মজলিস থেকে তাদের আটক করা হয়।
ডাকাতদের কাছ থেকে গ্রিল কাটারসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ