ট্যানারি মালিকদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অবিলম্বে হাজারীবাগের ট্যানারি (চামড়া শিল্পনগরী) সাভারে স্থানান্তর করতে হবে। এর কোনো বিকল্প নেই।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘যেসব ব্যবসায়ীরা যুগ যুগ ধরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পঁচে গেলেও চামড়া হাজারীবাগে ঢুকবে না। যেকোনো মূল্যে এবং যত দ্রুত সম্ভব ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করতে হবে।’
তিনি বলেন, ‘আমি যে সময় দিয়েছি, সেটি তাদের মানতে বাধ্য করা হবে। আমি আবারও বলছি, হাজারীবাগে আর কোনো চামড়া ঢুকতে দেওয়া হবে না। এতে চামড়া পচে যাচ্ছে- এমন অজুহাতে আমি লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারব না।’
এবারের এসএমই মেলায় ২০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাওয়া যাবে পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, পোশাক, হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রনিকসসহ নারা ধরনের পণ্য।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব