পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিকেল ৫টার পর রাজধানীসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে।
তিনি আরও বলেন, পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানসহ সব পাবলিক প্লেস খালি করা হবে। সারা দেশে বৈশাখের অনুষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকবে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব