আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাদের জরিমানার টাকা সংশ্লিষ্ট হাসপাতালে জমা দিয়েছেন। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী তারা এই টাাকা জমা দেন। দুই মন্ত্রীর আইনজীবীরা জানিয়েছেন।
আইনজীবীরা জানান, আদালতের আদেশ অনুযায়ী দুই মন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার করে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে ও কিডনি হাসপাতালে জমা দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য দুই মন্ত্রীকে ৫০ হাজার করে জরিমানা করেন সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সাতদিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি হাসপাতালে জমা দেয়ার নির্দেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ডেরও নির্দেশ দেয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল,২০১৬/ রশিদা