দেশে গণতন্ত্র, নির্বাচন এবং সাধারণ মানুষের অধিকার আজ পলাতক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, 'নির্বাচন নামক শব্দটিকে শেখ হাসিনার সরকার ধ্বংস করে দিয়েছে। তাই নির্বাচন নয়, গণ-আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে।' আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও' আন্দোলন আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে তিনি বলেন, 'দেশে সুষ্ঠু একটি নির্বাচন হলে যে দল ৯০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করবে, আর সেই দলীয় প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি লজ্জার বিষয় ছাড়া আর কিছুই নয়।'
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছসেবক বিষয় সম্পাদক এবি এম মোশারফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ