ধানমণ্ডির দৃক গ্যালারির অ্যাকাউন্ট অফিসার এরফান উল ইসলামের (৪৯) লাশ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে লাশটি উদ্ধারের পর পরিচয় অজ্ঞাত থাকলেও রবিবার দুপুরে নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করেন।
মাহাবুব ইসলামের ছেলে এরফান রাজধানীর হাজারিবাগ এলাকাতে পরিবার নিয়ে থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবিদ হোসেন জানান, শনিবার বিকেলে জালকুড়ির একটি বিল থেকে লাশ উদ্ধার করা হয়েছিল। তার নিহতের শরীরে কোন আঘাতের দাগ ছিল না। পরে লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, রবিবার দুপুরে নিহতের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। নিহতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কোনো একটি ব্যাংক হতে টাকা উত্তোলনের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ময়না তদন্তের প্রতিবেদনের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা