নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাছানের বিরুদ্ধে ১০ শ্রেণির ছাত্রীদেরকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের কুপ্রস্তাবের অডিও রেকর্ডিং এখন মদনপুরসহ আশেপাশে এলাকার লোকজনের মুঠোফোনে পাওয়া যাচ্ছে। এমন একটি অডিও এ প্রতিবেদকের হাতেও এসে পৌঁছেছে। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটি গত ২৯ মার্চ অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হাছানকে ১৫ দিনের জন্য সাসপেন্ড করেছে।
এদিকে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদের কুপ্রস্তাব দেয়ায় এর শাস্তি দাবি করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর অভিযোগ জমা দিয়ে শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. নাজমুল হাছান র্দীঘদিন ধরে তার নিজ বাড়িতে উক্ত স্কুলের ছাত্রীদের প্রাইভেট পড়িয়ে আসছে। এর ধারাবাহিকতায় উক্ত স্কুলের দশম শ্রেণির ছাত্রীরা প্রধান শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে আসলে ওই সময় প্রধান শিক্ষক স্কুলের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবের বিষয়টি অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে এলাকায় জানাজানি হলে এ নিয়ে সচেতন মহল প্রধান শিক্ষকের ব্যক্তিত্ব নিয়ে নানা প্রশ্ন তুলেছে।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহ মো. নাজমুল হাছানের মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি। এ ব্যাপারে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই ভূইয়া জানান, অভিযুক্ত প্রধান শিক্ষককে প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাকে সবধরনের দায়িত্ব পালন থেকে আমরা বিরত রেখেছি। আগামী কয়েকদিনের মধ্যে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ