নববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীতে সাঙ্গে গ্রং পোওয়ে (জলকেলি) উৎসবে মেতে উঠেন রাখাইন সম্প্রদায়ের মানুষরা। প্রায় আধা ঘণ্টা ধরে একে অপরকে পানি ছিটিয়ে দেন তারা।
আজ সোমবার সন্ধ্যায় নগরীর কাতালগঞ্জে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোশিয়েশন এ উৎসবের আয়োজন করে।
মাইকে গানের তালে তালে তারা একে অপরকে ছিটিয়ে দিচ্ছেন পানি। সেই দলে আছেন তরুণ-তরুণী থেকে বৃদ্ধ-বৃদ্ধাও। শিশুরাই বা কেনো বাদ যাবে। আছে তারাও।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী চমাং রাখাইন বলেন, ‘এই উৎসবটা আরও কয়েকদিন পরে করার কথা। কিন্তু এ উৎসব উপলক্ষে সবাই গ্রামে ফিরে যাবেন। ওই সময় চাকরিসহ বিভিন্ন কারণে শহরে বসবাস করা রাখাইন সম্প্রদায়ের অনেক মানুষ যেতে পারেন না। ফলে তাদের শিশুরা এ উৎসব কি তা ভালোভাবে জানতে পারেনা। মূলত তাদের জন্যই আগেভাগে এই উৎসব পালন করা হলো।’
বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী উমে রাখাইন বলেন, ‘আমাদের সম্প্রদায়ে পানি হচ্ছে পবিত্রতার প্রতীক। আমরা বিশ্বাস করি এই জল আমাদের সব কষ্ট গ্লানি ধুয়ে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন