রাজধানীর মহাখালীতে রহমান শৈলী (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মহাখালীর বাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
শৈলী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মতিউর রহমানের মেয়ে। তিনি মহাখালীর বাজার গেট এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন।
নিহতের স্বামীর বরাত দিয়ে বনানী থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় জানান, মহাখালী বাজার গেট এলাকার একটি বাসায় শৈলী আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব